বায়েজিদে অস্ত্র-ইয়াবাসহ ছিনতাইকারী আটক

0

নগরের বায়েজিদে অস্ত্র ও ইয়াবাসহ এক ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। আটক ছিনতাইকারীর নাম মো. হাসান (২৬)। তার বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য আইনে পৃথক পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) ভোরে স্টারশিপ গলির মুখের রাস্তা থেকে তাকে আটক করে বায়েজিদ থানা পুলিশ।

বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান খন্দকার জয়নিউজকে বলেন, বায়েজিদ থানা পুলিশের বিশেষ অভিযানে ছিনতাইকারী হাসানকে আটক করা হয়। এসময় তার সঙ্গে থাকা একটি বন্দুক, একটি কার্তুজ ও ৫০১ পিস ইয়াবা জব্দ করা হয়।

তার বিরুদ্ধে নগরের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলেও জানান তিনি।

জয়নিউজ/পার্থ/এমজেএইচ
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM