আকাশের আত্মহত্যা: জামিন পেয়েছেন মিতু

0

চাঞ্চল্যকর ডা. মোস্তফা মোরশেদ আকাশের আত্মহত্যার প্ররোচনার মামলায় তার স্ত্রী তানজিলা হক চৌধুরী মিতুকে স্থায়ী জামিন দিয়েছেন হাইকোর্ট।

বুধবার (২৮ আগস্ট) বিচারপতি মো. এমদাদুল হক ও বিচারপতি কাজী ইজহারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এএম আমিন উদ্দিন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল গিয়াস উদ্দিন আহমেদ ও সহকারী অ্যাটর্নি জেনারেল মির্জা মো. সোয়েব মুহিত।

এর আগে ৩১ জানুয়ারি ভোরে চান্দগাঁও আবাসিক এলাকার বাসায় স্ত্রী’র পরকীয়ার জের ধরে নিজ শরীরে ইনজেকশন পুশ করে আত্মহত্যা করেন ডা. মোস্তফা মোরশেদ আকাশ। আত্মহত্যার পরে আকাশের মা বাদী হয়ে মিতুসহ ছয়জনকে আসামি করে চান্দগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

এ সংক্রান্ত আরও পডুন:

জয়নিউজ/এসআই
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM