সড়ক দুর্ঘটনায় সাংবাদিক আসিফসহ আহত ৩

0

সড়ক দুর্ঘটনায় দৈনিক কালের কণ্ঠের চট্টগ্রাম ব্যুরোতে কর্মরত সিনিয়র স্টাফ রিপোর্টার আসিফ সিদ্দিক, তার মা এবং তাদের গাড়ি চালক গুরুতর আহত হয়েছেন।

বুধবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে লোহাগাড়া উপজেলার চুনতী এলাকার হোটেল মিডওয়ের সামনে এই দুর্ঘটনায় ঘটে।

আসিফ সিদ্দিকী ও তার মা জাতীয় পরিচয়পত্র (স্মার্টকার্ড) সংগ্রহ করতে নগরের এমইএস কলেজ সংলগ্ন বাসা থেকে গ্রামের বাড়ি চকরিয়ার কাকাড়ায় যাচ্ছিলেন। স্টারলাইন পরিবহনের একটি বাসকে ওভারটেক করতে গিয়ে তাদের বহনকারী প্রাইভেট কারটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের বাইরে চলে যায়।

সাংবাদিক আসিফ সিদ্দিকী ও তার মা আশঙ্কামুক্ত বলে জয়নিউজকে জানিয়েছেন কালের কণ্ঠের সিনিয়র রিপোর্টার শিমুল নজরুল।

জয়নিউজ/এফএম

আরও পড়ুন
লোড হচ্ছে...
×