ফার্মেসিতে নকল ওষুধ, জরিমানা

নগরের জিইসি মোড় সেন্ট্রাল প্লাজায় অনুমোদনহীন ও নকল ওষুধ বিক্রির অপরাধে চারটি ওষুধের দোকান মালিককে ৩৭ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

- Advertisement -

বুধবার (২১ আগস্ট) জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারহানা জাহান উপমার নেতৃত্বে অভিযানে উপস্থিত ছিলেন ঔষধ প্রশাসন অধিদপ্তরের তত্ত্বাবধায়ক হুসাইন মোহাম্মদ ইমরান। এসময় প্রায় ৫০ হাজার টাকা দামের জব্দকৃত ওষুধ ধ্বংস করা হয়।

- Advertisement -google news follower

অনুমোদনহীন ওষুধ বিক্রিসহ একাধিক অপরাধে হক ফার্মেসিকে ১৫ হাজার, নিজামপুর ড্রাগসকে ৭ হাজার, মেডিসিন সপকে ১০ হাজার ও সেন্ট্রাল ফার্মেসিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

ওষুধ তত্ত্বাবধায়ক হুসাইন মোহাম্মদ ইমরান জয়নিউজকে বলেন, জিইসি মোড় সেন্ট্রাল প্লাজার নিচতলায় অভিযান চালিয়ে অনুমোদনহীন ওষুধ বিক্রিসহ একাধিক অপরাধে ৪টি ফার্মাসিকে ৩৭ হাজার টাকা জরিমানা করা হয়।

- Advertisement -islamibank

তিনি আরো বলেন, অভিযানে জব্দকৃত প্রায় ৫০ হাজার টাকা দামের অনুমোদনহীন ও নকল ওষুধ ধ্বংস করা হয়।

জয়নিউজ/রিফাত/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM