খালে নিখোঁজ বৃদ্ধের লাশ উদ্ধার

0

কর্ণফুলী নদীর শিকলবাহা খাল থেকে মো. আবুল কাসেম (৬০) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে।

নিহত আবুল কাসেম শিকলবাহা এলাকার বিল্লাহ পাড়ার নজির আহমদের ছেলে।

শনিবার (২৪ আগস্ট) সাড়ে ১১টার দিকে শিকলবাহা খালে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন তিনি।

পরে দুপুর সাড়ে ১২টার দিকে তার লাশ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের ডুবুরিরা।

আগ্রাবাদ ফায়ার স্টেশনের সহকারী পরিচালক জসিম উদ্দিন জয়নিউজকে বলেন, মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন আবুল কাসেম। অনেক খোঁজাখুঁজি করেও স্থানীয় লোকজন তার খোঁজ না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়।

পরে সাড়ে ১২টার দিকে লাশটি উদ্ধার করে নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

জয়নিউজ/হিমেল/এমজেএইচ
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM