নয় মোড়ে ফুটওভার ব্রিজ চায় সিএমপি

0

নগরের নয় গুরুত্বপূর্ণ মোড়ে ফুটওভার ব্রিজ নির্মাণে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষকে (সিডিএ) চিঠি দিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

সোমবার (১৯ আগস্ট) সিএমপি ট্রাফিক বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার আমেনা বেগমের স্বাক্ষরিত একটি চিঠি সিডিএতে পাঠানো হয়।

চিঠিতে নগরের নয় গুরুত্বপূর্ণ মোড়ে ফুটওভার ব্রিজ নির্মাণের কথা বলা হয়েছে। মোড়গুলো হচ্ছে- ষোলশহর ২নং গেট মোড়, জিইসি মোড়, ওয়াসার মোড়, ইস্পাহানী, টাইগারপাস, দেওয়ানহাট, চৌমুহনী, বাদামতলী ও নিউ মার্কেট মোড়।

চিঠি গ্রহণের বিষয়টি নিশ্চিত করে সিডিএ চেয়ারম্যান জহিরুল আলম দোভাষ জয়নিউজকে বলেন, নগরের নয়টি গুরুত্বপূর্ণ মোড়ে ফুটওভার ব্রিজ করার জন্য সিএমপির একটি চিঠি পেয়েছি। এর মধ্যে জিইসি ও ইস্পাহানী মোড়ে ফুটওভার ব্রিজ করার পরিকল্পনা আমাদের রয়েছে। জিইসি মোড়ে ফুটওভার ব্রিজ নির্মাণের জন্য কাজ শুরুও হয়েছিল।

তিনি আরো বলেন, ফুটওভার ব্রিজ নির্মাণে সিটি করপোরেশনের সঙ্গে কথা বলা প্রয়োজন। উল্লেখিত মোড়গুলোয় ব্রিজ করার কোনো পরিকল্পনা চসিকের আছে কি-না সে বিষয়ও জানা প্রয়োজন।

জয়নিউজ/পার্থ/এসআই
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM