বান্দরবানে অপহৃত ২ চালককে মুক্তি দিল সন্ত্রাসীরা

বান্দরবানের রুমায় অপহরণের একদিন পর অপহৃত তিনজনের মধ্যে দুই চালককে মুক্তি দিয়েছে সন্ত্রাসীরা।

- Advertisement -

তারা হলেন- নয়ন জলদাস (২৯) ও মো. মিজান (৩০)। তবে অপহরণকারীরা জিপ চালক বাসু কর্মকারকে (৩২) এখনো মুক্তি দেয়নি।
বুধবার (২১ আগস্ট) তাদের মুক্তি দেয় সন্ত্রাসীরা।

- Advertisement -google news follower

এর আগে রুমার সদর ইউনিয়নের মিনজিরি পাড়ারমুখ থেকে অস্ত্রধারী সন্ত্রাসীরা গাড়ির গতিরোধ করে জিপের তিনচালককে অপহরণ করে নিয়ে যায়।

অপহৃতদের মুক্তিপণ বাবদ ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছিল অপহরণকারীরা। মোটা অংকের মুক্তিপণের মাধ্যমে অপহৃত দুজন ছাড়া পেয়েছে বলে খবর পাওয়া গেছে।

- Advertisement -islamibank

এ ব্যাপারে রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. নজরুল ইসলাম জয়নিউজকে বলেন, মিনজিরি পাড়ার মুখ থেকে অপহৃত তিনজনের মধ্যে দুজন চালক কৌশলে পালিয়ে আসতে সক্ষম হয়েছে। অপর জিপ চালককে উদ্ধারে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। তবে মুক্তিপণ দেওয়ার বিষয়টি আমার জানা নেই।

জয়নিউজ/আলাউদ্দীন/বিআর
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM