রাউজানে খুনিদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল

২১ আগস্ট গ্রেনেড হামলার খুনিদের ফাঁসির দাবিতে রাউজানে বিক্ষোভ মিছিল ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

- Advertisement -

বুধবার (২১ আগস্ট)সকালে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের উদ্যোগে রাউজান সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ জামে মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

- Advertisement -google news follower

দোয়া মাহফিল শেষে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন রাউজান সরকারী বিশ্ববিদ্যালয় কলেজ জামে মসজিদের খতিব মাওলানা বোরহান উদ্দিন।

দোয়া মাহফিল শেষে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে ২১ আগস্ট গ্রেনেড হামলার পরিকল্পনাকারী খুনি তারেক রহমানসহ খুনিদের ফাঁসির দাবিতে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

- Advertisement -islamibank

উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক কাউন্সিলর আলমগীর আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় প্রধান অতিথি ছিলেন উত্তর জেলা আওয়ামী লীগের সহসভাপতি চট্টগ্রাম জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান কাজী আবদুল ওহাব। বিশেষ অতিথি ছিলেন উত্তর জেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক উপজেলা চেয়ারম্যান এহসানুল হায়দার চৌধুরী বাবুল।

প্রতিবাদ সভায় আরো বক্তব্য রাখেন রাউজান উপজেলা ভাইস চেয়ারম্যান নুর মোহাম্মদ, আওয়ামী লীগ নেতা চেয়ারম্যান ভুপেশ বড়ুয়া, জাফর আহম্মদ, পৌর কাউন্সিলর জানে আলম জনি, চেয়ারম্যান বিএম জসিম উদ্দিন হিরু, উপজেলা যুবলীগের সভাপতি পৌরসভার ২য় প্যনেল মেয়র জমির উদ্দিন পারভেজ, আওয়ামী লীগ নেতা সাইফুল ইসলাম চৌধুরী রানা, নজরুল ইসলাম চৌধুরী, মহিলা আওয়ামী লীগ নেত্রী রুবিনা ইয়াসমিন রুজি, স্বেচ্ছাসেবক লীগ নেতা শওকত হোসেন, যুবলীগ নেতা আহসান হাবিব চৌধুরী, হাসান মোহাম্মদ রাসেল, আজাদ খান, নাসির উদ্দিন, ইসাহাক ইসলাম, জিয়াউল হক রোকন, উপজেলা ছাত্রলীগের সভাপতি জিল্লুর রহমান মাসুদ, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন পিপলু, পৌরসভা ছাত্রলীগের সভাপতি অনুপ চক্রবর্তী, সাধারণ সম্পাদক আশিফ, রাউজান সরকারী বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সভাপতি আরমান সিকদার ও সাধারণ সম্পাদক ফযসল মাহমুদ।

জয়নিউজ/শফিউল/বিআর
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM