ফোসকা পড়া থেকে বাঁচতে

0

রাঁধুনিরা রান্না করতে গেলে হাত পুড়ে ফেলেন, পরে হাতে ফোসকা ফুটে জ্বালা-পুরা করে, কাজ করা কঠিন হয়ে পরে।

হাত পুড়লে দুশ্চিন্তার কিছু নেই। বাসায় বসে চিকিৎসা নিয়ে ফোসকার মোকাবেলা করতে পারেন।

প্রথমে পরিষ্কার পানি দিয়ে ক্ষতস্থান ধুয়ে নিন। এবার পরিষ্কার কাপড় বা টিস্যু দিয়ে মুছে ফোসকার ওপর ঘন করে টুথপেস্ট লাগিয়ে দিন। এতে ফোসকার ভেতরের জল খুব সহজেই শুষে যায় এবং যন্ত্রণা কমায়,

পারলে ডিমের সাদা অংশ লাগান শীতল অনুভব করবেন, ফোসকা পড়া মুক্ত পাবেন।

তবে ফোসকা মোকাবিলায় সবচেয়ে উপকারী ‘নুন পানি। ঠান্ডা অল্প পানিতে বেশখানেকটা নুন মিশিয়ে পোড়া স্থান ভিজিয়ে রাখুন, ফোসকা হবে না, জ্বালাও কমে যাবে।

গ্রিন টি ব্যবহার করুন। কারণ গ্রিন টি-র অ্যান্টিঅক্সিড্যান্ট ও অ্যান্টিইনফ্ল্যামেটরি উপাদান দ্রুত ফোলা এবং জ্বালা কমায়। গ্রিন টি না থাকলে সাধারণ লিকার চা ঠাণ্ডা করেও ফোসকার ওপরে লাগান

ফোসকার দাগ সারাতে অ্যালোভেরার জেল ব্যবহার করুন অথবা দুই চামচ চালের গুড়োর সঙ্গে অল্প পানি মিশিয়ে মিশ্রণটি ফোসকায় লাগিয়ে শুকিয়ে নিন, পরে গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন৷

ফোসকা পরা জায়গাটায় বারবার মধু লাগিয়ে ঘষতে থাকুন৷

ফোসকা পড়া সমস্যার আরেকটি সহজ সমাধান হচ্ছে ডিওডোরেন্টের ব্যবহার। স্প্রে ডিওডোরেন্ট নয় ডিও রোল অন ধরণের ডিওডরেন্ট ফোসকার উপরে লাগিয়ে নিলে অনেকটা উপশম হবে বেশ দ্রুত

খুব সামান্য পুড়ে গেলে এসব ঘরোয়া পদ্ধতি ঠিক আছে। কিন্তু যদি বেশি পুড়ে যায় বা বেশি জ্বালা করে তবে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিবেন।

জয়নিউজ/আরএস/পিডি

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM