পটিয়ায় সড়কে অভিযান, ৭ গাড়িকে জরিমানা

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে অতিরিক্ত ভাড়া আদায়, ফিটনেস ও লাইসেন্স না থাকা এবং দ্রুতগতিতে গাড়ি চালানোর অপরাধে সাত গাড়িকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

- Advertisement -

মঙ্গলবার (২০ আগস্ট) দুপুরে পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাবিবুল হাসান এ জরিমানা আদায় করেন।

- Advertisement -google news follower

এসময় হাইড্রোলিক হর্ণ বন্ধসহ যাত্রীবাহী বাস বেপরোয়াভাবে গাড়ি না চালানোর জন্য চালকদের নির্দেশ দেওয়া হয়।

ইউএনও হাবিবুল হাসান জয়নিউজকে বলেন, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে প্রতিদিন অতিরিক্ত ভাড়া আদায় ছাড়াও যাত্রীদের নানাভাবে হয়রানির অভিযোগ রয়েছে।

- Advertisement -islamibank

মঙ্গলবার সকালে স্থানীয় এক সাংবাদিক পটিয়া থেকে চট্টগ্রাম যাওয়ার জন্য বাসে উঠলে বাস হেলপাররা ভাড়া হাঁকান জনপ্রতি ৩০ টাকা। তিনি বিষয়টি আমাকে মোবাইল ফোনে জানালে বাসটি পরে নির্ধারিত ২০ টাকা ভাড়ায় যাত্রী নিয়ে শহরের দিকে রওনা হয়। তাছাড়া বেশির ভাগ গাড়িতে নেই ফিটনেস। সড়কে বেপরোয়া গাড়ি চলাচলের কারণে প্রায় সময় দুর্ঘটনা ঘটছে।

জয়নিউজ/কাউছার/বিআর
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM