আসামে নাগরিকত্ব ইস্যু ভারতের অভ্যন্তরীণ বিষয়: জয়শঙ্কর

ভারতের আসাম রাজ্যে জাতীয় নাগরিক পঞ্জি (এনআরসি) নিয়ে যা হচ্ছে তা ভারতের অভ্যন্তরীণ বিষয় বলে জানিয়েছেন ঢাকা সফররত দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর।

- Advertisement -

মঙ্গলবার (২০ আগস্ট) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেনের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

- Advertisement -google news follower

সংবাদ সম্মেলনে আসামে যে ৪০ লাখ মানুষ নাগরিকত্ব হারানোর ঝুঁকিতে আছে সেটি বাংলাদেশকে প্রভাবিত করবে কি না সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন ‘এটা ভারতের অভ্যন্তরীণ বিষয়। এ নিয়ে কথা বলার কিছু নেই।’

এ সময় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী তার সঙ্গে থাকলেও তিনি এনিয়ে কোনো মন্তব্য করেননি।

- Advertisement -islamibank

যদিও বিজেপির প্রভাবশালী নেতারা বিভিন্ন সময় বলেছিলেন যে আসামে যে নাগরিক তালিকা করা হয়েছে তাতে বাদ পড়ছে তারা অবৈধ বাংলাদেশি। তাদের বাংলাদেশেই ফেরত পাঠানো হবে।

রোহিঙ্গা সমস্যা নিয়েও কথা বলেন জয়শঙ্কর। এ বিষয়ে তিনি বলেন, রোহিঙ্গা সংকটের সমাধান বাংলাদেশ, ভারত ও মিয়ানমার তিন দেশের স্বার্থেই দরকার।

জয়নিউজ/পিডি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM