আবার আসছে ‘কুচ কুচ হোতা হ্যায়’

0

ফের নির্মিত হবে বলিউডে তুমুল সাড়া জাগানো ছবি কুচ কুচ হোতা হ্যায়। সম্প্রতি সাংবাদিকদের কাছে এই ছবির সিক্যুয়েল তৈরির ইচ্ছে প্রকাশ করেছেন করণ জোহর।

১৯৯৮ সালের ছবিটি দর্শকের মন জয় করেছিল। এখনো ভারতীয় হিট ছবির তালিকায় কুচ কুচ হোতা হ্যায় এর নাম রয়েছে। কাজল, শাহরুখ আর রাণীর অভিনয়ে বন্ধুত্ব আর প্রেমের চমৎকার গল্পে মুগ্ধ হয়েছিল দর্শক।

এ বারে করণ জোহরের পছন্দ আলিয়া ভাঁট, রণবীর কাপুর এবং জাহ্নবী কাপুর। করণ বলেন,আমার তখন ২৪ বছর বয়স যখন সিনেমাটার চিত্রনাট্য লিখেছিলাম। একই জিনিস এখন আর আমি লিখতে পারব না। কী ভাবে যে গল্পটা মাথায় এসেছিল, এটা আমার নিজেরও ভাবলে অবাক লাগে।

জয়নিউজ/এডি

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM