৪ সেপ্টেম্বর শিল্পকলায় নজরুল উৎসব

নজরুল উৎসব উপলক্ষে প্রস্তুতি সভা করেছে নজরুল একাডেমী। সংগঠনের লালখান বাজারের অস্থায়ী কার্যালয়ে রোববার (১৮ আগস্ট) সন্ধ্যায় এ সভা অনুষ্ঠিত হয়।

- Advertisement -

সভায় সভাপতিত্ব করেন সংগঠন সভাপতি সিনিয়র সাংবাদিক ও গীতিকবি এ কে এম জহুরুল ইসলাম। সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক নজরুল সংগীত শিল্পী ফাহমিদা রহমান।

- Advertisement -google news follower

সভায় আগামী ৪ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য দিনব্যাপী নজরুল উৎসব নিয়ে আলোচনা হয়। সভায় সিদ্ধান্ত হয় চট্টগ্রাম শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ আয়োজন করা হবে।

আয়োজনের সেমিনার পর্বে নজরুল বিষয়ক প্রবন্ধ উপস্থাপন করবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. শেখ সাদী। শিল্পকলা একাডেমির গ্যালারি হলে নজরুল সংগীত প্রশিক্ষণ সেশনে প্রশিক্ষণ দিবেন বাংলাদেশের প্রথিতযশা নজরুল সংগীতশিল্পী ফেরদৌস আরা।

- Advertisement -islamibank

নজরুল একাডেমী চট্টগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক ফাহমিদা রহমানের কাছে (মুঠোফোন: ০১৭১১২০৮৪২৪) ৫০০ টাকা নিবন্ধন ফি জমা দিয়ে যে কেউ প্রশিক্ষণ সেশনে অংশ নিতে পারবেন। তবে আসন সংখ্যা সীমিত (১০০ জন)।

দেশবরেণ্য শিল্পী ফেরদৌস আরা সান্ধ্যকালীন সাংস্কৃতিক পর্বেও সংগীত পরিবেশন করবেন। আরও গান পরিবেশন করবেন ভারতের পশ্চিমবঙ্গের দু’শিল্পী মঞ্জুশা চক্রবর্তী ও তুহিন পাল।

অনুষ্ঠানে শিল্পী ফাহমিদা রহমানের পাশাপাশি সংগঠনের শিল্পীরাও সংগীত পরিবেশন করবেন। অনুষ্ঠানে অংশ নিবেন নজরুল একাডেমী কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা মিন্টু রহমানসহ বিশিষ্টজনেরা।

এদিকে নজরুল উৎসব সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ টেলিভিশনের উপস্থাপক ও সহকারী অধ্যাপক সুমন হায়াত এবং কবি-প্রাবন্ধিক আলী প্রয়াস।

সভা শেষে গান পরিবেশন করেন সংগীতশিল্পী ডা. শর্মীলা বড়ুয়া, শিল্পী এসবি সুমি ও শাওন।

জয়নিউজ
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM