সব ধরনের ক্রিকেটে নিষিদ্ধ শেহজাদ

আফগানিস্তান ক্রিকেট বোর্ডের কোড অব কনডাক্ট ভাঙায় এবার সব ধরনের ক্রিকেটে এক বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন মোহাম্মদ শেহজাদ।

- Advertisement -

এর আগে গত জুন-জুলাইতে অনুষ্ঠিত বিশ্বকাপের মাঝপথে হাঁটুর ইনজুরির কারণে দেশে ফেরত পাঠানো হয়েছিল শেহজাদকে। তবে এই আফগান উইকেটকিপার-ব্যাটসম্যান দেশে ফিরে বোমা ফাটান।

- Advertisement -google news follower

স্থানীয় সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, তার ইনজুরির কোনো সমস্যা ছিল না। তাকে নাকি জোর করে দেশে পাঠানো হয়েছিল।

বিশ্বকাপে আফগানিস্তানের হয়ে দুটি ম্যাচ খেলেছিলেন শেহজাদ। প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে কোনো রান না করে আউট হন। আর শ্রীলঙ্কার বিপক্ষে সাত রান করেন।

- Advertisement -islamibank

তখন তাকে সাময়িক নিষিদ্ধ করা হয়েছিল। এবার সব ধরনের ক্রিকেট থেকে এক বছরের জন্য নিষিদ্ধ হন তিনি। আফগান বোর্ড এক টুইট বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে।

জয়নিউজ/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM