সহস্র ইয়াবাসহ যুবক গ্রেফতার

0

নগরের সিনেমা প্যালেস এলাকা থেকে মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টা ৪০ মিনিটে ইয়াবা বাহক মো. ইমতিয়াজ উদ্দিনকে (২৪) ১ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন জয়নিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সিনেমা প্যালেসের ভাসমান চায়ের দোকানের সামনে ইয়াবা নিয়ে গাড়ির জন্য অপেক্ষা করা অবস্থায় ইমতিয়াজকে গ্রেফতার করা হয়। দুইটি প্যাকেটে স্কস টেপ ও টিস্যু দিয়ে মোড়ানো ছিল এক হাজার পিস ইয়াবা।

মো.ইমতিয়াজ উদ্দিন কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার পশ্চিম খালিয়াপাড়ার ইমদাদুল হকের ছেলে। ইমতিয়াজ পেশায় কাঠমিস্ত্রি বলে জানা গেছে। জব্দ করা ইয়াবা টেকনাফ থেকে ঢাকায় নিয়ে যাচ্ছিলেন বলে তিনি স্বীকার করেন।

জয়নিউজ/এমএফ/আরসি

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM