২০৫০ সালে তলিয়ে যেতে পারে জাকার্তা

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা ২০৫০-এর মধ্যে তলিয়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন বিজ্ঞানীরা।

- Advertisement -

বিজ্ঞানীদের মতে, বছর ত্রিশের মধ্যেই ডুবে যেতে পারে জাকার্তার এক-তৃতীয়াংশ। উপকূলবর্তী সেই অংশেই বাস করেন প্রায় ১ কোটি মানুষ।

- Advertisement -google news follower

শহরের পরিকাঠামোগত পরিবর্তন এনেও কোনও সুরাহা হচ্ছে না। এর আগে শহরের রাস্তাঘাট উঁচু করার চেষ্টা করা হয়েছে। জাকার্তায় উপকূল বরাবর তৈরি করা হয়েছে বিশাল বাঁধও। কিন্তু, সব প্রচেষ্টাই মাটি হয়েছে। জাকার্তাকে বাঁচানোর কোনও উপায় নেই বলেই সাফ জানিয়ে দিয়েছেন বিজ্ঞানীরা।

এমতাবস্থায় দেশের রাজধানী স্থানান্তর করাই একমাত্র উপায় বলে মনে করছেন বিজ্ঞানীরা। তাদের কথা মেনে দ্রুত স্থানান্তরের সিদ্ধান্ত নিল ইন্দোনেশিয়ার সরকার।
ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি জোকো উইদোডো টুইটারে ঘোষণা করেন, আমাদের দেশের রাজধানী বোর্নিও দ্বীপে স্থানান্তরিত করা হবে।

জয়নিউজ/বিআর
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM