ওরা নিখোঁজ নয়, বেড়াতে গিয়েছিল!

0

বাড়িতে না জানিয়ে রাঙামাটিতে বেড়াতে গিয়েছিল কক্সবাজারে নিখোঁজ হওয়া চার স্কুলছাত্র নকীব,সাকিব,শাফিন ও গালিব। সোমবার (১০ সেপ্টেম্বর) কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের নিখোঁজ এই চার শিক্ষার্থীকে রাঙামাটি সদরের রিজার্ভ বাজার এলাকার রাজু হোটেল থেকে উদ্ধার করে পুলিশ।

উদ্ধার হওয়া শিক্ষার্থীদের একজন জানায়, বাড়িতে বললে বেড়াতে যেতে দেবে না। তাই না জানিয়ে রাঙামাটিতে বেড়াতে চলে আসি। শুধু আমরা চারজনই এসেছি। আমাদের সাথে আর কেউ ছিল না।

কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল আজম বলেন, রোববার সকালে ওই চার শিক্ষার্থী প্রাইভেট ও স্কুলের নাম করে বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফিরে না আসায় রাতে শহরে মাইকিং করা হয়।

পরে পরিবার ও স্কুল কর্তৃপক্ষ চার শিক্ষার্থীর নিখোঁজের কথা উল্লেখ করে সোমবার সকালে থানায় জিডি করে।
তিনি আরও বলেন, সাকিবের নামে হোটেলে রুম ভাড়া করে তারা। তাদের সঙ্গে ফুটবলসহ খেলার নানা সরঞ্জাম ছিল। রাঙামাটি সদর থানা পুলিশের সহযোগিতায় তাদের উদ্ধার করে স্বজনদের কাছে ফিরিয়ে দেয়া হয়।

জয়নিউজ/এডি

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM