আফগানিস্তানে বিয়েবাড়িতে বোমা হামলা, নিহত ৬৩

0

আফগানিস্তানে আবার আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটেছে। এবার হামলা হয়েছে রাজধানী কাবুলের এক বিয়েবাড়িতে। এতে ৬৩ জন নিহত হন। আহত হন দেড়শ’ জনেরও বেশি।

শনিবার (১৭ আগস্ট) স্থানীয় সময় রাত সাড়ে ১০টার দিকে এ হামলা হয়।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে বলা হয়, বিয়েবাড়ির পুরুষদের অংশে হঠাৎ বোমা বিস্ফোরিত হয়। এতে সেখানে অবস্থানরত অনেকেই নিহত বা আহত হয়েছেন।

প্রসঙ্গত, এ হামলার দশ দিন আগেই কাবুলের এক পুলিশ স্টেশনে বোমা হামলায় অন্তত ১৪ জন নিহত ও প্রায় দেড়শ’ জন আহত হন। তালেবান বিদ্রোহীরা ওই হামলার দায় স্বীকার করেছে।

জয়নিউজ/এমজেএইচ
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM