সুবর্নার নতুন মিউজিক ভিডিও ‘যদি’

0

এবারের ঈদুল আজহায় মুক্তি পেয়েছে জনপ্রিয় সঙ্গীতশিল্পী সুবর্না রহমানের মিউজিক ভিডিও ‘যদি’। গানটির কথা লিখেছেন গীতিকার জামাল হোসেন। সুর ও সঙ্গীত হৃদয় হাসিনের।

রঙ্গন মিউজিকের পরিবেশনায় মুক্তি পাওয়া গানটির কথা অনেকটা এরকম-‘যদি নিজের মুখে বলতে না পারো ভালবাসো আমাকে, তুমি বলে দাও সে কথা বাতাসের কানে কানে’।

প্রসঙ্গত, চট্টগ্রামের মেয়ে সুবর্না রহমান দীর্ঘদিন ধরে সঙ্গীত সাধনা করে আসছেন। তার অর্ধশতাধিক মিউজিক ভিডিও সঙ্গীতপ্রেমীদের মন ছুঁয়েছে।

জয়নিউজ/পার্থ/এমজেএইচ
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM