নাট্যব্যক্তিত্ব আতাউর রহমান আ.লীগের উপদেষ্টা পরিষদ সদস্য

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য হয়েছেন নাট্যব্যক্তিত্ব আতাউর রহমান।

- Advertisement -

শনিবার (১৭ আগস্ট) আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

- Advertisement -google news follower

আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ২২ ও ২৩ অক্টোবর ২০১৬ সালে জাতীয় কাউন্সিলের প্রদত্ত ক্ষমতাবলে আতাউর রহমানকে দলের উপদেষ্টা পরিষদ সদস্য হিসেবে মনোনয়ন দেন।

আতাউর রহমানের জন্ম ১৯৪১ সালে নোয়াখালীতে। ছাত্রজীবন থেকেই তিনি সংস্কৃতি অঙ্গনের সক্রিয় কর্মী ছিলেন। ষাটের দশকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি)ছাত্র থাকাকালীন ২১ ফেব্রুয়ারি উপলক্ষে ঢাবির শহীদুল্লাহ হল থেকে আতাউর রহমান প্রথম মঞ্চে অভিনয় করেন। এরপর ১৯৬৮ সালে বিশ্ববিদ্যালয় পাঠ শেষে একদিন হঠাৎ জিয়া হায়দার থিয়েটার করার প্রস্তাব দেন। তাঁর অনুপ্রেরণায় গঠিত হয় ‘নাগরিক নাট্য সম্প্রদায়’। এ নাট্যদেলের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য আতাউর রহমান।

- Advertisement -islamibank

২০০১ সালে নাট্যক্ষেত্রে অবদানের জন্য একুশে পদক পান আতাউর রহমান।

জয়নিউজ

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM