কলাতলী-মেরিন ড্রাইভ সংযোগ সড়ক ফের চালু

0

কক্সবাজারের কলাতলী-মেরিনড্রাইভ সংযোগ সড়ক ফের যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে।

সড়কটির বেহাল দশার কারণে গত ২ ফেব্রুয়ারি থেকে তিনমাসের জন্য এ সড়কে যানবাহন চলাচল বন্ধ রাখা হয়েছিল। তবে কাজে ধীরগতির কারণে দীর্ঘ সাড়ে ৬ মাস পর সড়কটি যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।

কক্সবাজার পৌরসভা সূত্রে জানা যায়, আর্বান নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের অধীনে সড়কটি সংস্কারের প্রকল্প হাতে নেওয়া হয়। তবে প্রকল্পের নকশায় বারবার পরিবর্তন এবং ড্রেন নির্মাণ নিয়ে সমস্যা হওয়ায় নির্ধারিত সময়ে প্রকল্পের কাজ শেষ করা যায়নি। সড়কের কাজ শেষ হওয়ায় বৃহস্পতিবার (১৫ আগস্ট) সড়কটি যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে।

জয়নিউজ/এমজেএইচ
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM