শোক দিবসে জেলা প্রশাসনের র‌্যালি ও আলোচনা সভা

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে শোক র্যা লি করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন।

- Advertisement -

বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকাল ৯টায় চট্টগ্রাম সার্কিট হাউজ থেকে শোক র‌্যালিটি শুরু হয়ে শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়।

- Advertisement -google news follower

পরে শিল্পকলা একাডেমিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো.আব্দুল মান্নান ও চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন।
শোক দিবসে জেলা প্রশাসনের র‌্যালি ও আলোচনা সভা

পুষ্পস্তবক অর্পণ শেষে শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মো. আব্দুল মান্নান।

- Advertisement -islamibank

এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক, সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমান, চট্টগ্রাম জেলা পুলিশ সুপার নুরে আলম মিনা, মুক্তিযোদ্ধা মো. সাহাব উদ্দিন, মুক্তিযোদ্ধা মোজাফ্ফর আহমেদ। মুখ্য আলোচক ছিলেন লেখক ও সাংবাদিক আবুল মোমেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন।
জয়নিউজ/পিডি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM