গুগল ডুডলে প্রেমের প্রস্তাব তানজিন তিশাকে

0

সবজান্তা গুগল কি মনের ঠিকানা জানে? জানে প্রেমিক প্রেমিকার মনের ইউ আর এল কি? ইমেইল এড্রেস কি? আহা, যদি জানতো! ডুডল এর মাধ্যমে যদি মনের কাছে পৌঁছে দেওয়া যেত মনের কথা? আজ হয়েতা সম্ভব না, হতে পারে যে গুগলের ডুডল দিয়ে প্ছন্দের মানুষের কাছে পৌঁছে যাবে প্রেমের প্রস্তাব?

এইধরেনর একটি ভবিষ্যত ভাবনার রোমান্টিক কমেডি গল্প নিয়ে মাহমুদুর রহমান হিমি নির্মাণ করেছেন ‘ডুডল অব লাভ’ নামে নাটক।

নাটকের গল্পে দেখা যাবে বর্তমান ওয়াই জেনারশনের ইন্টারনেট নির্ভর জীবনযাপন, তাদের আনন্দ ও ফূর্তি এবং আবেগ ভালোবাসা প্রকাশের অভিনব এক সমন্বয়।

বঙ্গ প্রযোজিত এই ঈদ আয়োজনে অভিনয় করেছেন তানজিন তিশা, ইরফান সাজ্জাদ, সৌভিক, পলাশ, মাজনুন মিজান, কাজী উজ্জ্বল সহ আরো অনেকে।

মুশফিকুর রহমান মঞ্জু ও জাহিদ আহম্মেদের গল্প ভাবনায় চিত্রনাট্য করেছেন আব্দল্লাহ্ জহির বাবু এবং সংলাপ সংযোজন করেছেন জাহিদ আহমেদ।

এনটিভির পর্দায় প্রচার হবে ঈদের তৃতীয় দিন আজ বুধবার দুপুর ২টা ৩০ মিনিটে।
জয়নিউজ/পিডি

আরও পড়ুন
লোড হচ্ছে...
×