বন্দিদের তিন বেলা বিশেষ খাবার

প্রতিবছর ঈদুল আজহায় কারাবন্দিদের জন্য বিশেষ খাবারের ব্যবস্থা করে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ। এবারও এর ব্যতিক্রম হয়নি। ঈদের দিন সকাল থেকে শুরু করে দুপুর এবং রাতেও সব কারাবন্দির জন্য রাখা হয়েছে বিশেষ খাবারের ব্যবস্থা।

- Advertisement -

কারা সূত্র জানায়, ঈদের দিন সকালে বন্দিদের দেওয়া হয়েছে পায়েস ও মুড়ি। দুপুরের খাবারে থাকবে রুইমাছ, ডিম, মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট ও সাদাভাত। রাতে বন্দিদের দেওয়া হবে পোলাও এবং মাংস। মুসলিমদের জন্য থাকবে গরুর মাংস, আর ভিন্ন ধর্মাবলম্বীদের জন্য খাসির মাংস। এর সঙ্গে থাকবে কোমল পানীয়, মিষ্টি, সালাদ ও পান-সুপারি।

- Advertisement -google news follower

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. কামাল হোসেন জয়নিউজকে বলেন, বরাবরের মতো এবারও ঈদুল আজহায় বন্দিদের জন্য বিশেষ খাবারের ব্যবস্থা করা হয়েছে। সকাল, দুপুর ও রাতে তিন বেলা বন্দিদের বিশেষ খাবার দেওয়া হবে।

জয়নিউজ

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM