ঈদে নগরবাসীর নিরাপত্তায় থাকবে ৪ হাজার পুলিশ

কোরবানির ঈদে নগরবাসীকে নিশ্ছিদ্র নিরাপত্তা দিতে চট্টগ্রাম নগর পুলিশের (সিএমপি) চারহাজার সদস্য দায়িত্ব পালন করবেন। এছাড়া ঈদ জামাত ঘিরে থাকবে কয়েক স্তরের নিরাপত্তা বলয়।

- Advertisement -

সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমান জয়নিউজ বলেন, ঈদুল আজহা ঘিরে চট্টগ্রামে কোনো নিরাপত্তার হুমকি নেই। এরপরেও মাঠে সতর্ক অবস্থানে থাকবেন নগর পুলিশের চার হাজার সদস্য।

- Advertisement -google news follower

এছাড়া ঈদ জামাতেও থাকবে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। ঈদ জামাতে আসা মুসল্লিদের জায়নামাজ এবং ছাতা ছাড়া অন্য কিছু না আনার পরামর্শ দেন তিনি।

ঈদ উপলক্ষে নগরবাসীর অনেকেই নাড়ির টানে গ্রামের বাড়ি যাওয়ায় নগরের অধিকাংশ এলাকা ফাঁকা হয়ে যায়। এর সুযোগ নিয়ে বাসা বাড়িতে চুরি কিংবা অপ্রীতিকর ঘটনা ঘটায় দুর্বৃত্তরা।

- Advertisement -islamibank

এ প্রসঙ্গে সিএমপি কমিশনার বলেন, নগরের ঝুঁকিপূর্ণ এলাকায় নিয়মিত পুলিশের পাশাপাশি টহল পুলিশের কার্যক্রম বাড়ানো হবে। তবে যারা ঈদে বাড়ি যাবেন, তারা যেনো বাসা-বাড়ি ভালোভাবে তালা দিয়ে যান।

তিনি বলেন, ঈদ এলে ছিনতাইকারী, মলম পার্টি ও অজ্ঞান পার্টির দৌরাত্ম্য বেড়ে যায়। আমরা এবারও এসব নজরে রেখেছি। এখনও পর্যন্ত তেমন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতার কারণে।

জয়নিউজ/আরডি/বিআর
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM