বোয়ালখালীতে মদসহ ২ ব্যবসায়ী গ্রেপ্তার

0

বোয়ালখালীতে শতাধিক লিটার চোলাই মদসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৭ আগস্ট) রাত ১১টায় পুলিশের পৃথক অভিযানে উপজেলার শাকপুরা ঘোষখীল গ্রামের আহাম্মদ ছফার ছেলে সাইফুল ইসলাম সাইফু (৩৪) ও পশ্চিম গোমদণ্ডীর মৃত নুর বক্সের ছেলে মো. হোসেনকে (৪০) গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা শতাধিক লিটার চোলাইমদ জব্দ করা হয়।

গ্রেপ্তার দুইজনের বিরুদ্ধে থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. নেয়ামত উল্লাহ বলেন, গ্রেপ্তার দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় পৃথকভাবে মামলা হয়েছে।

জয়নিউজ/মাসুদ/আরসি

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM