চন্দনাইশে ইয়াবাসহ আটক ১

0

চন্দনাইশের সাতঘাটিয়া এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার ৮৪৫ পিস ইয়াবাসহ পরিমল নাথ (৪২) নামে এক মাদকব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব

বুধবার (৭ আগস্ট) রাতে তাকে আটক করা হয়। আটক পরিমল চন্দনাইশের সাতবাড়িয়া নাথ পাড়ার মৃত পুলিন নাথের ছেলে।

র‌্যাব-৭ সহকারী পরিচালক (মিডিয়া) মাশকুর রহমান জয়নিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে  মাদক ব্যবসায়ী পরিমল নাথকে আটক করা হয়। এসময় তার হাতে থাকা শপিং ব্যাগ তল্লাশি করে ৩ হাজার ৮৪৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তবে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে জাবেদ হোসেন নামে অন্য এক আসামি পালিয়ে যায়। তারা দীর্ঘদিন ধরে চট্টগ্রাম জেলার বিভিন্ন মাদক ব্যবসায়ীদের সাথে যোগসাজশে ইয়াবা কেনাবেচা করে আসছিল।

তাদের বিরুদ্ধে চন্দনাইশ থানায় মামলা দাযের করা হয়েছে।

জয়নিউজ/পিডি

 

 

 

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM