পেকুয়া উপজেলা পরিষদ চেয়ারম্যানের পদ শূন্য ঘোষণা

পেকুয়া উপজেলা পরিষদ চেয়ারম্যানের পদ থেকে জাহাঙ্গীর আলমকে অপসারণ করে এই পদটি শূন্য ঘোষণা করা হয়েছে। অস্ত্র মামলায় ২১ বছরের সাজাপ্রাপ্ত হওয়ায় তাকে অপসারণ করা হয়।

- Advertisement -

বুধবার (৭ আগস্ট) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ।

- Advertisement -google news follower

এতে নিয়মানুযায়ী আগামী তিনমাসের মধ্যে এই পদে পুনঃনির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

স্থানীয় সরকার বিভাগের উপসচিব মোহাম্মদ জহিরুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপন প্রাপ্তির সত্যতা নিশ্চিত করেছেন পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহবুব-উল করিম।

- Advertisement -islamibank

পেকুয়া উপজেলা পরিষদ চেয়ারম্যানের পদ শূন্য ঘোষণামাহবুব-উল করিম জয়নিউজকে বলেন, ‘উপজেলা পরিষদ চেয়ারম্যানের পদ থেকে তাকে অপসারণ করা হয়েছে। তাই বিধি অনুযায়ী আগামী তিনমাসের মধ্যে এ পদে পুনরায় নির্বাচন হওয়ার কথা রয়েছে।’

জারিকৃত প্রজ্ঞাপন সূত্রে জানা গেছে, অস্ত্র আইনে দুটি মামলায় অপরাধী সাব্যস্ত হওয়ায় মোট ২১ বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

জয়নিউজ/গিয়াস/বিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM