দুবাইয়ে গাড়ির ধাক্কায় ২ বোন নিহত

0

দুবাইয়ের শারজাহ আল গোবাইবা এলাকায় ল্যান্ডক্লুজারের সঙ্গে ধাক্কা লেগে তাসফিয়া (১৬) ও তাজু (৬) নামে একই পরিবারের দুজন নিহত হয়েছেন।

নিহত তাসফিয়া ছিল চার মেয়ের মধ্যে বড়। সে শারজাহ পাকিস্তানি স্কুলের নবম শ্রেণির ছাত্রী। আর তাজু সবার ছোট।

নিহতরা প্রবাসী মোহাম্মদ ইকবালের সন্তান।

জানা গেছে, তার চার মেয়ে প্রাইভেট শিক্ষকের কাছে পড়তে যাওয়ার সময় মঙ্গলবার (৬ আগস্ট) বিকেল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

প্রবাসী মোহাম্মদ ইকবালের বাড়ি চট্টগ্রামের হাটহাজারীর ফতেহাবাদ বটতলায়। তিনি পেশায় একজন ব্যবসায়ী।

নিহতদের পরিবার সূত্রে জানা যায়, চার বোন প্রায়ই রাস্তা পার হয়ে টিউশনিতে যেত।

মঙ্গলবার শারজাহ বাংলাদেশ সমিতির খুব কাছাকাছি পাকিস্তানি সিগনালে পৌঁছালে বেপরোয়া গাড়ির ধাক্কায় রাস্তায় পড়ে যায় দুই বোন। এতে মাথায় প্রচণ্ড আঘাত পায় তারা। হাসপাতালে নেওয়ার আগেই তাদের মৃত্যু হয়।

এ ঘটনায় গাড়ির চালককে আটক করা হয়েছে। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে রয়েছেন।

জয়নিউজ/কাউছার/বিআর
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM