খুলশীতে অবৈধ কোরবানির হাট, চসিকের জরিমানা

চট্টগ্রাম সিটি করপোরেশনের উদ্যোগে নগরের বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে।

- Advertisement -

মঙ্গলবার (৬ আগস্ট) বিকালে অভিযানে নেতৃত্ব দেন চসিক ম্যাজিস্ট্রেট আফিয়া আখতার এবং স্পেশাল ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা জজ) জাহানারা ফেরদৌস।

- Advertisement -google news follower

অভিযানকালে অবৈধভাবে কোরবানির পশুরহাট বসানোর দায়ে খুলশীর ফ্লোরাপাস রোডে নাহার এগ্রোকে ২ লাখ ২০ হাজার টাকা, পাহাড়তলীর কলেজ রোডে মোহাম্মদ খোকনকে ১ লাখ টাকা, গলাচিপা পাড়ার মো. কফিলকে এক লাখ টাকা ও মো. পারভেজকে এক লাখ টাকাসহ মোট পাঁচ লাখ ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। একইসঙ্গে মঙ্গলবারের মধ্যে নিকটস্থ কোরবানির পশুরহাটে গরু নিয়ে যাওয়ার জন্য অঙ্গীকারনামা নেন ভ্রাম্যমাণ আদালত।

এসময় চসিক এস্টেট শাখাসহ সংশ্লিস্ট বিভাগের কর্মকর্তা, কর্মচারী ও চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ সহায়তা করেন।

জয়নিউজ/হিমেল/বিআর
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM