‘ইরানের সঙ্গে যুদ্ধ সব যুদ্ধের জননী’

ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, তার দেশের সঙ্গে যুদ্ধ হবে সব যুদ্ধের জননী। মঙ্গলবার (৬ আগস্ট) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে দেওয়া ভাষণে তিনি এ কথা বলেছেন।

- Advertisement -

গত বছর ইরানের পারমাণবিক চুক্তি থেকে যুক্তরাষ্ট্র নিজেদের প্রত্যাহার করে নেয়। এর পর থেকে ইরানের ওপর একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করতে শুরু করে যুক্তরাষ্ট্র। এর পরিপ্রেক্ষিতে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে।

- Advertisement -google news follower

রুহানি বলেছেন, ইরানের সঙ্গে শান্তি হবে সব শান্তির জননী, ইরানের সঙ্গে যুদ্ধ হবে সব যুদ্ধের জননী।

গত মাসে জিব্রাল্টার প্রণালি থেকে ইরানের একটি জাহাজ আটক করে যুক্তরাজ্য। এর পরিপ্রেক্ষিতে হরমুজ প্রণালি থেকে যুক্তরাজ্যের একটি তেলবাহী ট্যাংকার আটক করে ইরান।

- Advertisement -islamibank

এ প্রসঙ্গে রুহানি বলেন, একটি প্রণালির বিনিময়ে আরেকটি প্রণালি। হরমুজ প্রণালি আপনাদের জন্য উন্মুক্ত থাকবে আর জিব্রাল্টার প্রণালি আমাদের জন্য উন্মুক্ত থাকবে না এটা হতে পারে না।

জয়নিউজ/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM