মিন্নির বিষয়ে বিস্তারিত শুনবেন হাইকোর্ট

0

বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার প্রধান সাক্ষী নিহতের স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নির জামিন আবেদনের ওপর শুনানির দিন পিছিয়েছেন হাইকোর্ট।

মঙ্গলবার (৬ আগস্ট) বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এসময় শুনানির দিন আগামী বৃহস্পতিবার (৮ আগস্ট) ধার্য করেছেন আদালত।

মিন্নির আইনজীবী জেড আই খান পান্না জামিন আবেদনের ওপর শুনানি করতে চাইলে আদালত তাকে বলেন, এ মামলা আমরা বিস্তারিত শুনব। তাই অনেক সময় লাগবে। আমরা যদি এ মামলা আজ শুনানি করি তাহলে অন্য মামলাগুলো শোনার সময় পাব না। এ কারণে এ মামলা শুনানির জন্য আমরা শেষের দিন বৃহস্পতিবার রাখছি।

আদালতে মিন্নির বাবা মোজাম্মেল হোসেন কিশোর উপস্থিত ছিলেন।

এর আগে সোমবার (৫ আগস্ট) আয়শা সিদ্দিকা মিন্নির জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করা হয়।

জয়নিউজ/এসআই
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM