চবি ছাত্রলীগের রক্তদান কর্মসূচি

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) রক্তদান কর্মসূচি পালন করেছে শাখা ছাত্রলীগ। ডেঙ্গু ভাইরাস আক্রান্ত রোগীদের রক্ত যোগান দিতে ছাত্রলীগের এই আয়োজন। এতে সাধারণ শিক্ষার্থীরাও অংশগ্রহণ করেন।

- Advertisement -

সোমবার (৫ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে এ কর্মসূচি পালিত হয়।

- Advertisement -google news follower

পরে ছাত্রলীগের পক্ষে রক্তদাতাদের স্বীকৃতিস্বরূপ সনদ প্রদান করেন শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপু।

এসময় শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল বলেন, ছাত্রলীগ দেশের দুঃসময়ে, যেকোনো বিপর্যয়ে সদা সজাগ ছিল এবং থাকবে। বন্যা বা অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের সময় ছাত্রলীগ সাধারণ মানুষের পাশে এসে দাঁড়িয়েছে।

- Advertisement -islamibank

সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপু বলেন, ছাত্রলীগ সাধারণ ছাত্রদের অধিকার আদায়ের পাশাপাশি দেশের যেকোনো সংকটময় মুহূর্তে কাজ করেছে। এরই ধারাবাহিকতায় ডেঙ্গু আক্রান্ত রোগীদের সহায়তার জন্য আমরা রক্তদান কর্মসূচির আয়োজন করেছি। রেড ক্রিসেন্টের সহযোগিতায় এ কর্মসূচি পালন করা হয়েছে।

এদিকে বিকেলে  জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছেলে শেখ কামালের জন্মবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের মাগফেরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করেছে শাখা ছাত্রলীগ।

জয়নিউজ/নবাব/বিআর
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM