ধূমপানের অপরাধে…

সিগারেটের ধোঁয়া গায়ে লাগায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শান্তনু নাথ নামে এক শিক্ষার্থীকে পিটিয়েছে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের একাংশের নেতাকর্মীরা। আহত শান্তনু নাথ কম্পিউটার সায়েন্স বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী এবং হাটহাজারী স্টুডেন্ট এসোসিয়েশনের সহ-সভাপতি।

- Advertisement -

রোববার (৯ সেপ্টেম্বর) দুপুর তিনটার দিকে বিশ্ববিদ্যালয়ের লেডিস ঝুপড়িতে এই ঘটনা ঘটে।

- Advertisement -google news follower

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুরের দিকে লেডিস হলের ঝুপড়িতে বসে খাবার খাচ্ছিলেন শান্তনু। অন্য টেবিলে বসে খাবার খাচ্ছিলেন ছাত্রলীগের বগিভিত্তিক গ্রুপ ভার্সিটি এক্সপ্রেস (ভিএক্স) এর জুনিয়র কর্মীরা। এ সময় শান্তনুর সিগারেটের ধোঁয়া ছাত্রলীগ কর্মীদের দিকে গেলে তারা তাকে ধূমপান করতে বারণ করেন। এতে এক পর্যায়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এসময় ভিএক্স’র কর্মীরা তাকে মারধর করে। পরে তার বন্ধুরা তাকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) পাঠিয়ে দেওয়া হয়।

ঘটনাস্থলে আহত শান্তনু নাথের সাথে থাকা যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সালাউদ্দিন মারধরের ব্যাপারে বলেন, শান্তনু আর আমি লেডিস ঝুপড়িতে বসে আড্ডা দিচ্ছিলাম। এসময় ভিএক্স’র কয়েকজন নেতাকর্মীর সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তারা শান্তনুর মাথা ফাটিয়ে দেয়। এ ব্যাপারে আমরা প্রক্টর অফিসে লিখিত অভিয়োগ দিবো।

- Advertisement -islamibank

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর নিয়াজ মোরশেদ রিপন বলেন, ‘লেডিস হলের ঝুপড়িতে শিক্ষার্থীদের মধ্যে কথা কাটাকাটি হয়। এ সময় শান্তনু নামে একজনকে মারধর করে। এ ব্যাপারে এখনো কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পাওয়া গেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

ভিএক্স গ্রুপের নেতা প্রদীপ চক্রবর্তী দূর্জয় বলেন, ‘ধুমপান করতে মানা করলেও তাদের ভুল বোঝাবুঝির কারণে এ ঘটনা ঘটেছে। আমরা বিষয়টি সমাধান করেছি।’

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM