মুরাদপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে স্কুলশিক্ষিকা নিহত

0

নগরের মুরাদপুরে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আমেনা ইয়াসমিন (৪২) নামে এক স্কুলশিক্ষিকা নিহত হয়েছেন। ‍তিনি রাঙ্গুনিয়ার দক্ষিণ নোয়াগাও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা।

এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তিনজন। আহতদের পরিচয় পাওয়া যায়নি।

শনিবার (৩ আগস্ট) বিকালে মুরাদপুরের আখতারুজ্জামান ফ্লাইওভারের নিচে এ দুর্ঘটনা ঘটে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল হক ভূঁইয়া জয়নিউজকে বলেন, মুরাদপুর আখতারুজ্জামান ফ্লাইওভারের নিচে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে কয়েকজনকে গুরতর আহত অবস্থায় নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। এতে আহত হয়েছেন আরও তিনজন।

জয়নিউজ/রিফাত/এসআই
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM