মাঝসাগরে ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে রূপালী ইলিশ। জেলেরা ফিরছেন ট্রলারভর্তি মাছ নিয়ে। নগরের নতুন ফিশারীঘাট মাছ বেপারি আর ক্রেতাদের ভিড়ে এখন তাই জমজমাট। তবে ক্রেতারা বলছেন, বাজারে প্রচুর মাছ থাকলেও দাম চাওয়া হচ্ছে অনেক বেশি। তাই মাছ কিনতে এসে খালি হাতে ফিরে গেছেন অনেকে। শনিবার (৩ আগস্ট) সকালে ছবিগুলো ক্যামেরাবন্দি করেছেন জয়নিউজের নিজস্ব আলোকচিত্রী বাচ্চু বড়ুয়া