আবদুল হামিদ সওদাগর বিদ্যালয়ে আলোচনা সভা

0

‘দুর্নীতি মুক্ত করব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’- এই শ্লোগানকে সামনে রেখে ঐতিহ্যবাহী আবদুল হামিদ সওদাগর উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা, রচনা প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

সম্প্রতি দুর্নীতি দমন কমিশনের সততা সংঘের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন হয়।

বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি মো. ইলিয়াছের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশন চট্টগ্রামের সহকারী পরিচালক মো. হোসেন শরিফ।

এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক লোটন দাশ, মাওলানা ছাদুর রশিদ চেীধুরী, সেলিনা পারভীন, তুষার কান্তি মল্লিক, আবদুল মাবুদ, জাহাঙ্গীর আলম, রহিমা খালেদা, মিতা পাল, টিটু দাশ, মোস্তফা কামাল, সালাম রেজা, আবু তাহের, মান্না বড়ুয়া, গুলনাহার, সালাহ উদ্দীন মাহমুদ, আলী আফজল, বীরেশ্বর গুপ্ত এবং বিদ্যালয় পরিচালনা পরিষদের শিক্ষানুরাগী সদস্য আবু নাছের ও অভিভাবক সদস্য আবদুর রহমান প্রমুখ।

অনুষ্ঠান শেষে রচনা প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান প্রাপ্তদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের স্টুডেন্ট কেবিনেটের মন্ত্রী ১০ম শ্রেণির শিক্ষার্থী আসফিয়া তাবাসুম ও ৮ম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল বকেয়া।

জয়নিউজ/এসআই
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM