নেদারল্যান্ডে বোরকা নয়, মুখ ঢাকা নিষিদ্ধ

প্রায় দশ বছর রাজনৈতিক পর্যালোচনার পর ২০১৮ সালের জুনে নেদারল্যান্ডে বোরকা ও নেকাব দিয়ে মুখ ঢাকা নিষিদ্ধ করা হয়। এবার কার্যকর করা হলো এই আইন। নতুন নিয়মে দেশে প্রকাশ্যে কোনো ব্যক্তি ওড়না বা কালো কাপড় দিয়ে মুখ ঢাকলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

- Advertisement -

ডাচ অভ্যন্তরীণ মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, শিক্ষাক্ষেত্র, বিভিন্ন প্রতিষ্ঠান, হাসপাতাল ও রাস্তাঘাটে মুখ ঢাকা সমস্ত পোশাক নিষিদ্ধ করা হয়েছে। প্রকাশ্যে যাতে মুখ দেখে চেনা যায়, তার জন্যই এই সিদ্ধান্ত।

- Advertisement -google news follower

ফলে নেকাব দিয়ে আর মুখ ঢাকতে পারবেন না কোনো মুসলিম মহিলা। শুধু নেকাবই নয়, নিষিদ্ধ হয়েছে মুখ ঢাকা হেলমেট এবং মাস্কও। এই আইনের অমান্য করলে প্রায় ১৫০ ইউরো পর্যন্ত জরিমানার বিধান রয়েছে।

তবে মুখ ঢাকা নিষিদ্ধ হলেও পোশাক হিসাবে বোরকা পরায় থাকছে না কোনো নিষেধাজ্ঞা।

- Advertisement -islamibank

নেদারল্যান্ডের জনসংখ্যা ১.৭ কোটি। এরমধ্যে ২০০-৪০০ মহিলা বোরকা পরেন।

জয়নিউজ/আরসি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM