খাগড়াছড়িতে ৮ হাজার পরিবারের মাঝে চাল বিতরণ

খাগড়াছড়িতে ঈদুল আযহা উপলক্ষে জনপ্রতি ১৫ কেজি করে ৪ হাজার ৬শ’ ২৬ জন ভিজিএফ এর কার্ডধারীসহ পৌরসভার মোট ৮ হাজার পরিবারের মধ্যে ৮০ মে. টন চাল বিতরণ করা হয়েছে।

- Advertisement -

শনিবার (৩ আগস্ট) সকালে খাগড়াছড়ি পৌর ঈদগাঁ মাঠে এ চাল বিতরণ করা হয়।

- Advertisement -google news follower

পৌরসভার মেয়র রফিকুল আলমের সভাপতিত্বে চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম।

এতে প্রধান অতিথি বলেন, ধর্ম যার যার উৎসব সবার। সকলের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সহাবস্থান সৃষ্টির মাধ্যমে সম্প্রীতির বন্ধনকে অটটু রাখতে হবে। সে সঙ্গে গুজবে কান না দিয়ে বর্তমান সময়ে ডেঙ্গু প্রতিরোধে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

- Advertisement -islamibank

এ সময় খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক দিদারুল আলম দিদার, ঠিকাদার আবুল কালাম আজাদ, শ্রমিকলীগ নেতা নুরনবী, পৌর কাউন্সিলর আব্দুল মজিদ, আনোয়ার হোসেন, সতীশ চাকমাসহ বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।

জয়নিউজ/জাফর/বিআর
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM