ডেঙ্গু প্রতিরোধে চাই গণসচেতনতা: মেয়র নাছির

0

গণসচেতনতা ছাড়া ডেঙ্গু প্রতিরোধ সম্ভব নয় বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন। এজন্য সকলকে যার যার অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি।

শনিবার (৩ আগস্ট) সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ডেঙ্গু রোগীদের দেখতে গিয়ে তিনি এ আহ্বান জানান।

মেয়র ডেঙ্গু রোগীদের চিকিৎসায় আন্তরিকভাবে দায়িত্ব পালন করতে চিকিৎসকদের নির্দেশ দেন।

মেয়র বলেন, ডেঙ্গু নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। চট্টগ্রাম সিটি করপোরেশন ডেঙ্গু নিয়ন্ত্রণে জোরালো কার্যক্রম চালিয়ে যাচ্ছে। নগরবাসীকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হতে হবে। বাড়ির আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। বাসার কোনো স্থানে যাতে পানি জমে না থাকে, সেদিকে বিশেষ নজর দিতে হবে।

জ্বর হলে আতঙ্কিত না হয়ে চমেক হাসপাতালসহ সিটি করপোরেশনের হাসপাতালগুলোতে আসার জন্য বলেন তিনি। এসব হাসপাতালে বিনামূল্যে রক্ত পরীক্ষাসহ ডেঙ্গু শনাক্তে বিশেষ ব্যবস্থা রয়েছে বলে জানান মেয়র।

এর আগে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নতুন আইসিইউ কক্ষ উদ্বোধন করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মোহসেন উদ্দিন আহমেদ, বিএমএ চট্টগ্রাম সভাপতি ডা. মুজিবুল হক খান, সাধারণ সম্পাদক ডা. ফয়সল ইকবাল চৌধুরী, চমেক উপাধ্যক্ষ ডা. প্রদীপ দত্ত, ডা. শামসুল আলম, ডা. নোমান খালেদ, ডা. মো. শরীফ, ডা. প্রণয়, ডা. রিদোয়ান রেহান প্রমুখ।

জয়নিউজ/আরসি

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM