খুলশীতে গাড়ির ধাক্কায় বৃদ্ধ নিহত, আহত ১

0

নগরের খুলশীর জালালাবাদে পিকআপ ভ্যানের ধাক্কায় মালেক (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। নিহত মালেক কুমিল্লার দাউদকান্দির মৃত আলী মিয়ার ছেলে।

এ সময় তানিয়া আক্তার (১৫) নামে এক কিশোরীও আহত হয়।

শুক্রবার (২ আগস্ট) রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, জালালাবাদ এলাকার মোতালেবের দোকানের সামনে দিয়ে হেঁটে যাওয়ার সময় ওই বৃদ্ধ ও কিশোরীকে পেছন থেকে পিকআপটি ধাক্কা দেয়।

পরে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মালেককে মৃত ঘোষণা করেন।

চমেক পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া জানান, আহত তানিয়া হাসপাতালের ক্যাজুয়ালটি ওয়ার্ডে চিকিৎসাধীন।

জয়নিউজ/বিআর
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM