টেকনাফে ‘বন্দুকযুদ্ধ’, ৪ ডাকাত নিহত

0

টেকনাফে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ চার ডাকাত নিহত হয়েছে। এ সময় অতিরিক্ত পুলিশ সুপারসহ আহত হয়েছে ৭ পুলিশ ।

শনিবার (৩ আগস্ট) ভোর রাত ৪টার দিকে টেকনাফের নূরউল্লাহ পাহাড় এলাকায় পুলিশের সঙ্গে এই ‘বন্দুকযুদ্ধে’র ঘটনা ঘটে।

নিহত ডাকাতরা হলো মাদারীপুরের কালকিনি উপজেলার ইমরান মোল্লা (২৭), টেকনাফের রোহিঙ্গা ডাকাতসর্দার আবদুল হাকিমের সহযোগী আইয়ুব (৩৫), জোনায়েদ (৩২) ও মেহেদি হাসান (৩২)।

পুলিশ জানায়, টেকনাফ নূরউল্লাহ পাহাড় এলাকায় ডাকাতসর্দার আব্দুল হাকিমের নেতৃত্বে ডাকাতদল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে- এ খবরে সেখানে অভিযান চালায় পুলিশ। ডাকাতদল পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলিবর্ষণ করে। পুলিশও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে ডাকাতরা পালিয়ে গেলে সেখানে তল্লাশি চালায় পুলিশ।

তল্লাশিকালে ৪ জনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে প্রথমে টেকনাফ হাসপাতালে নেওয়া হয়। পরে তাদের কক্সবাজার হাসপাতালে পাঠানো হলে সেখানে তাদের মৃত্যু হয়।

এ বিষয়ে টেকনাফ মডেল থানার ওসি প্রদীপ কুমার দাশ ঘটনাস্থল থেকে ৭টি দেশীয় অস্ত্র, ২৫ রাউন্ড গুলি ও ৫টি কিরিচ উদ্ধার করার কথা জানান।

জয়নিউজ/আরসি

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM