আউটার স্টেডিয়ামের সৌন্দর্যবর্ধনের কাজ শুরু

নগরের আউটার স্টেডিয়ামের সৌন্দর্যবর্ধনের কাজ শুরু করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। ৩ কোটি ৯৮ লাখ ৭৭ হাজার টাকা ব্যয়ে প্রকল্পকাজের উদ্বোধন করেন নগরপিতা আ জ ম নাছির উদ্দীন।

- Advertisement -

শুক্রবার (২ আগস্ট) বেলা ১২টায় নগরের আউটার স্টেডিয়াম সংলগ্ন রাস্তায় প্রকল্পের নামফলক উদ্বোধন করা হয়।

- Advertisement -google news follower

এ সময় মেয়র বলেন, সারা শহরকে সৌন্দর্যমণ্ডিত করা হবে। তবে এ কাজে নগরবাসীকে দায়িত্বশীল করতে তিনি মিডিয়ার সহযোগিতা চেয়েছেন।

তিনি বলেন, আউটার স্টেডিয়ামের ভেতরে মাঠের চারিদিকে ড্রেন, ওয়াকওয়ে নির্মাণ, সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য মুক্তমঞ্চ নির্মাণসহ নানামুখী কাজ করা হবে। এই প্রকল্পের আওতায় গ্যালারি নির্মাণ, বসার ব্যবস্থা, সবুজায়নসহ এসএস খালেদ রোড থেকে নেভাল এভিনিউ রোড পর্যন্ত সংযোগ সড়ক নির্মাণেরও পরিকল্পনা আছে।

- Advertisement -islamibank

উদ্বোধনী অনুষ্ঠানে চট্টগ্রাম প্রেস ক্লাব সভাপতি ও সিজেকেএস ক্রিকেট কমিটির ভাইস চেয়ারম্যান আলী আব্বাস, চসিক নির্বাহী প্রকৌশলী আবু সাদাত মো তৈয়বসহ প্রকল্প সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

জয়নিউজ/পার্থ/আরসি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM