পশ্চিমবঙ্গে ডেঙ্গু ছড়িয়েছে বাংলাদেশের মশা!

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী বলেছেন, বাংলাদেশে খুব ডেঙ্গু হচ্ছে। আমাদের বাড়তি সাবধানতা অবলম্বন করতে হবে। সীমান্ত এলাকায় মশা ওপার থেকে এপারে আসে, এপার থেকে ওপারে যায়। দু’পারেই অনেক লোকও যাতায়াত করে।

- Advertisement -

ডেঙ্গু সংক্রমণ বাড়তে পারে বলে সতর্ক করে দিয়েছেন তিনি।

- Advertisement -google news follower

তিনি বলেন, পশ্চিমবঙ্গে ডেঙ্গু ছড়িয়ে পড়ার পিছনে বাংলাদেশের মশাদের সক্রিয় ভূমিকা থাকতে পারে।

বৃহস্পতিবার (১ আগস্ট) ‘সবুজ বাঁচাও’ অভিযানের ডাক দিয়ে বিড়লা তারামণ্ডল থেকে নজরুল মঞ্চ পর্যন্ত পদযাত্রা করেন মমতা। মিছিল শেষে বক্তৃতায় ডেঙ্গু প্রসঙ্গে এ কথা বলেন মুখ্যমন্ত্রী।

- Advertisement -islamibank

মমতা ব্যানার্জী বলেন, ‘বাংলাদেশে কিছু হলে এখানে তার প্রভাব পড়ে। তাই সীমান্ত এলাকাগুলোতে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ ব্যবস্থা নিতে হবে।’

এছাড়া সাধারণভাবে ডেঙ্গু মোকাবেলায় প্রয়োজনীয় সতর্কতা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশ দেন মমতা।

সীমান্তবর্তী উত্তর ২৪ পরগণা জেলার হাবড়ায় ইতোমধ্যেই ডেঙ্গু ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। এছাড়া পশ্চিমবঙ্গে ইতোমধ্যে ৭০০ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন।

জয়নিউজ/আরসি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM