প্রস্তুত গরুর হাট নিজস্ব প্রতিবেদক 2 August 2019 11:46 am 0 শেয়ার প্রতিদিন ট্রাকে করে গরু আসছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে। ইতোমধ্যে নগরের সাগরিকা-বিবিরহাটসহ বড় সব হাটে গরু এসেছে বিভিন্ন সাইজের। ক্রেতারা দেশি জাতের গরু কিনতে বেশি আগ্রহী থাকায় গরু ব্যবসায়ীরাও এ জাতের গরু বেশি এনেছেন বাজারে। ছবি: বাচ্চু বড়ুয়া 0 শেয়ার