হিজড়া খালে অবৈধ স্থাপনা উচ্ছেদ

নগরের কাতালগঞ্জে হিজড়া খালের ওপর এপিক প্রপার্টিজ ও ফিনলে প্রপার্টিজের অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। এছাড়াও অভিযানে খালের ওপর গড়ে উঠা ৫৫টি স্থাপনা উচ্ছেদ করা হয়।

- Advertisement -

বৃহস্পতিবার (১ আগস্ট) জলাবদ্ধতা নিরসনে সিডিএর স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল আলম চৌধুরী এ অভিযান পরিচালনা করেন।

- Advertisement -google news follower

জানা যায়, কাতালগঞ্জে হিজড়া খালের উচ্ছেদের সময় ফিনলে-এপিকের স্থাপনাসহ ৫৫টি অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেয় সিডিএ। এসময় জলবদ্ধতা নিরসনে ‘মেগা প্রকল্প’ বাস্তবায়নকারী সংস্থা বাংলাদেশ সেনাবাহিনীও উপস্থিত ছিল।

সিডিএর নির্বাহী প্রকৌশলী ও প্রকল্প পরিচালক আহমেদ মাঈনুদ্দিন জয়নিউজকে বলেন, কাতালগঞ্জের খালের ওপর ফিনলে প্রপার্টিজ ও এপিক প্রপার্টিজের দুইটি বাউন্ডারি গড়ে তোলে। যা আমরা ভেঙে দিই। এছাড়াও অভিযানে হিজড়া খালের ওপর গড়ে উঠা ৫৫টি স্থাপনা ভেঙে দেওয়া হয়েছে।

জয়নিউজ/হিমেল/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM