মিরসরাইয়ে নারী সহযোগীসহ মাদক ব্যবসায়ী আটক

0

মিরসরাইয়ে নারী সহযোগীসহ আটক করা হয়েছে এক মাদক ব্যবসায়ীকে।

বারইয়ারহাট পৌরসভার মুছি গলি এলাকা থেকে বুধবার (৩১ জুলাই) রাতে তাদের আটক করে জোরারগঞ্জ থানা পুলিশ।

জোরারগঞ্জ থানার এসআই সুজয় কুমার মজুমদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে মুছি গলির শুভেচ্ছা ডিজিটাল স্টুডিও থেকে ৩৫ বোতল ফেনসিডিল ও ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক সম্রাট কানা সুমন (৩৫) ও তার সহযোগী বাতাসিকে (৩৩) আটক করা হয়।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইফতেখার হোসেন জয়নিউজকে বলেন, ৩৫ বোতল ফেনসিডিল ও ৫০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে জোরারগঞ্জ থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

জয়নিউজ/রিফাত

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM