আকবরশাহ থেকে ইয়াবাসহ গ্রেপ্তার ৩

0

নগরের আকবরশাহ’র কৈবল্যধাম আশ্রম মার্কেট এলাকা থেকে বোরহানুল সামাদ মাসুম (৩৫), সুমন চন্দ্র নাথ (৩৬) ও মো. জামাল (৩৫) নামে তিনজনকে ১ হাজার ২৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা বিভাগ।

বুধবার (৩১ জুলাই) বিকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত বোরহানুল ভাটিয়ারির মৃত বেলায়েত হোসেনের ছেলে, সুমন মিরসরাইয়ের মৃত ছোটন চন্দ্র নাথের ছেলে ও জামাল আকবরশাহ’র মৃত মোহাম্মদ মিয়ার ছেলে।

মহানগর গোয়েন্দা বিভাগ (বন্দর) অতি উপ-পুলিশ কমিশনার মো. সোহেল রানা জয়নিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কৈবল্যধাম আশ্রম মার্কেট এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছে থেকে ১ হাজার ২৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

তিনি আরো বলেন, গ্রেপ্তারকৃতদের মধ্যে জামালের বিরুদ্ধে চট্টগ্রামের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। জামালসহ বাকি আসামিদের বিরুদ্ধে আকবরশাহ থানায় মামলা করা হয়েছে।

জয়নিউজ/রিফাত/বিআর
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM