রংপুর রাইডার্সে সাকিব

0

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) টানা তিন মৌসুম খেলার পর এবার ঢাকা ডায়নাইমাইটস ছেড়ে রংপুর রাইডার্সে যোগ দিয়েছেন সাকিব আল হাসান।

বুধবার (৩১ জুলাই) রংপুর রাইডার্স এক সংবাদ বিজ্ঞপ্তিতে সাকিবকে দলে নেওয়ার কথা জানায়।

‘এ’ প্লাস ক্যাটাগরিতে প্রতিটি দলের একজন করে খেলোয়াড়কে নেওয়ার সুযোগ রয়েছে। সাকিবকে দলে নেওয়ায় মাশরাফি বিন মর্তুজাকে রংপুর ছাড়তে হচ্ছে।

মাশরাফি গত দুই আসর রংপুরকে নেতৃত্বে দিয়েছিলেন। ২০১৭ সালে দলকে চ্যাম্পিয়নও করেছিলেন তিনি। কিন্তু গত আসরে খুব একটা সাফল্য পায়নি রংপুর। তাই এবার সাকিবের মতো খেলোয়াড়কে দলে ভেড়ায় তারা।

আগামী ৬ ডিসেম্বর শুরু হচ্ছে বিপিএলের সপ্তম আসর।

জয়নিউজ/এসআই
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM