নির্মাণাধীন ভবনের ক্রেন ছিঁড়ে দুই শ্রমিকের মৃত্যু

0

হালিশহরে নির্মাণাধীন ভবনের ক্রেন ছিঁড়ে মাথায় পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।

শনিবার (০৮ সেপ্টেম্বর) বিকাল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন মো. কাওসার (২০) ও তোফাজ্জল হোসেন (১৮)।  নিহতদের দুজনের বাড়িই কিশোরগঞ্জ জেলায়।

হালিশহর থানার উপ পরিদর্শক (এসআই) জমির উদ্দিন জয়নিউজকে বলেন, বহুতল একটি ভবনের ছাদে ক্রেন দিয়ে সিমেন্টের ঢালাই তোলার সময় তা ছিঁড়ে সেখানে কর্মরত দুই শ্রমিকের মাথায় পড়লে তারা গুরুতর আহত হন। পরে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

 

জয়নিউজ/এইচডি/জেডএইচ

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM